সরাইলে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত অর্ধশত

২৯ সেপ্টেম্বর, ২০১৫ : ১:৩৯ অপরাহ্ণ ৩৩১

স্টাফ রিপোর্টার :

সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার প্রত্যন্ত পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী জানায়, গত রোববার গ্রামের ফজুর বাড়ির মুসা মিয়ার ভাগিনা কাউছার (১৫) চুল কেটে রং দেয়। চুলে রং দেওয়া নিয়ে বিরূপ মন্তব্য করে বাপ্পির বাড়ির কলম ধরের ছেলে জিয়াউর রহমান (১৪)। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাটি সোমবার গ্রামের সর্দার মাতব্বরা বসে বিষয়টি নিস্পত্তি করে দেন। পরে বিকেল ৫টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। চলে হামলা পাল্টা হামলা। একসময় বিবাদমান দু’পক্ষের সাথে গ্রামের কয়েক গোষ্ঠীর লোক সংঘর্ষে যোগদান করে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শোলাবাড়ি গ্রাম। ৩ ঘন্টা পর্যন্ত চলে খন্ড খন্ড সংঘর্ষ। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হলে ১৭ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা। আহতরা গ্রেফতার আতঙ্কে জেলাসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোন পক্ষই মামলা দায়ের করেনি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com