স্টাফ রিপোর্টার :
কসবা সীমান্তের ২০৩৯ নং পিলার সংলগ্ন তারাপুর এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে ভূয়া বিজিবি অফিসার দিদার হোসেন (৩২) কে আটক করা হয়েছে। কসবা বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, পৌর এলাকার গুরুহিত গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র দিদার হোসেন নিজেকে বিজিবি’র অফিসার পরিচয় দিয়ে জাজিসার গ্রামের আবদুল মালেকের পুত্র মোশারফ হোসেনের নিকট থেকে চাঁদা হিসেবে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এ খবর পেয়ে স্থানীয় বিজিবি জোয়ানরা ঘটনাস্থলে পৌছে দিদার হোসেনকে আটক করে।বিজিবি’র কোম্পানী কমান্ডার সাংবাদিকদের জানান, চাঁদাবাজীর ঘটনায় আটককৃত ভূয়া বিজিবি অফিসারকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor