স্টাফ রিপোর্টার :
নাসিরনগর উপজেলা পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামে গত বুধবার দু‘পক্ষের মধ্যে প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ প্রায় ৫০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুকবুলপুর গ্রামের সিএনজি চালিত অটোরিক্সাকে সাইড দেয়া নিয়ে মুকবুলপুর গ্রামের সিএনজি চালক মো. সফিক মিয়া ও একই গ্রামের সিএনজি চালক মো. আমিন মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও বিকালে এন্তাজ আলীর ও ইউসুফ আলীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম দফায় নাসিরনগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে আসার পর পর আবারও দু‘পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষে অর্ধশত লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ৪৯ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসআই আক্কাস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor