স্টাফ রিপোর্টার :
০১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা মিলনায়তনে “নগর পরিবেশে প্রবীণদের অর্ন্তভুক্তি সুনিশ্চিত করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, কোকিল টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার জোয়ারদার মহিউদ্দিন, শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম শাহীন, জেলা সমাজসেবা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার শারমিন রহমান চৌধুরী, সরকারী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক রওশনারা খাতুন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে প্রবীণদের অধিকার সুনিশ্চিত করার কাজ করছে। প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারী ও কল্যাণমূলক সংগঠনগুলোকেও সুনির্দিষ্ট কর্মসূচী নিয়ে এগিয়ে আসতে হবে। প্রবীণদের জন্য দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে বৃদ্ধাশ্রম তৈরীর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বর্তমানে সরকার প্রবীণদের জন্য বয়স্কভাতা চালু করেছে যার মাধ্যমে প্রবীণরা উপকৃত হচ্ছে। আমাদের সকলের উচিত প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা করা।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor