জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য ও বিজয়নগর পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায় পোদ্দার মন্ত’র সাথে চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান শামীম চৌধুরীর নিকট ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে জনসম্মুখে সাম্প্রদায়িক আচরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন ব্যবসায়ীকে মালোয়ানের বাচ্চা বলে গালাগালিসহ মোদির দেশে চলে যাওয়ার যে অশালীন ও সাম্প্রদায়িক উক্তি করেছেন, এতে স্পষ্টভাবে সাম্প্রদায়িক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। বিবৃতিতে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ ও সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়। বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সকল অসাম্প্রদায়িক শক্তিকে এগিয়ে আসতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান প্রশাসনের নিকট।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor