০১লা মে, ২০১৭ সোমবার
বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে চার হাজার পিস ইয়াবাসহ আবু বাকের (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
শনিবার (২৯এপ্রিল) রাতে উপজেলার বিষ্ণুপুর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু বাকের বিষ্ণুপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পাসের সহকারী পরিচালক চন্দন দেবনাথ আমাদের কথা”কে জানান ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আটক আবু বাকেরের বাড়িতে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় মাদক ব্যবসায়ী আবু বাকের। আটক আবু বাকেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor