আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগর থানার দুই ওসি একসঙ্গে বদলি

ব্রাহ্মণবাড়িয়া 2 May 2017

২রা মে, ২০১৭ মঙ্গলবার

নবীনগর প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেসবাহ্ উদ্দিন আহমেদকে এক সঙ্গে বদলি করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বদলি করে জেলা পুলিশ লাইনে সংযুক্তের আদেশ জারি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে আমাদের কথা’কে জানান, প্রশাসনিক কারণে নবীনগর থানার দুই ওসিকে একসঙ্গে বদলি করা হয়েছে।

নবীনগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক শেখ আসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিসেবে নাজির আহমেদকে নিযুক্ত করা হয়েছে।