আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে এক মাসে ৯ জনের মৃত্যু

নবীনগর 6 May 2017

নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : পানি বাড়ছে মৃত্যু ও বাড়ছে। নবীনগর পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে পুকুরের পানিতে ডুবে গত চার দিনে পাঁচ শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত এক মাসে অপমৃত্যুর সংখ্যা দাড়াল ৯ জনে।
জানা যায়, গত পহেলা মে পৌর এলাকার উদয়ন কিন্ডার গার্ডেনের ছাত্র ইসরাফিল(৫) কলেজ পাড়ার পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে একই উপজেলার রছুল্লাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এর পরদিন পৌর এলাকার আলিয়াবাদ গ্রামে ইউনুস মিয়ার ছেলে ইয়ামিন (২) বাড়ির পাশে পুকুরে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।
এড়াও গত ৪ মে জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে বাড়ির পার্শ্ববতী পুকুরের পানিতে ডুবে লামিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের কামরুল ইসলামের মেয়ে। একই দিনে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের পূর্ব পাড়া এলাকায় আলমগীর মিয়ার ছেলে সুমন (৪) নামে আরেক শিশুর পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এছাড়াও গত ৮ এপ্রিল উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে পুকুরের পানিতে ডুবে শফিউল্লা (৪) ও আলাউদ্দিন (৩) নামে চাচাত দুই ভায়ের মৃত্যু হয়।
জানা যায়, টিয়ারা বড় বাড়ির কাউছার মিয়ার ছেলে শফিউল্লা ও তার ভাই নান্নু মিয়ার ছেলে আলাউদ্দিন ঘটনার দিন দুপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে গেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গত মাসের ২৩ এপ্রিল উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া পূর্বপাড়ার (সরকার বাড়ি) মৃত ফেরদৌস মিয়ার ছেলে হাসান (২৩) নামে এক যুবক নদী সাতরে পার হতে গিয়ে ঝড়ের কবলে পরে নদীতে ডুবে তার প্রণহানি ঘটে। এ ঘটনার পরের দিন হাসানের লাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ডুবুরি) চাঁদপুর শাখার একটি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে।
এছাড়াও উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত নুরু মিয়া সরকারের ছেলে জামাল মিয়া (৪৮) গত ২৬ এপ্রিল বিকালে বাড়ির পাশের বিলে গরু আনতে গিয়ে নিখোঁজ থাকার দুই দিন পর একই উপজেলার কনিকাড়া দক্ষিন পাড়া গোদারা ঘাট থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।