আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

‘জয়তু মামতো ভাই, গ্রেট হাবিব ওয়াহিদ’

বিনোদন 11 May 2017

বিনোদন ডেস্ক ঃ ‘হাবিবের সুরে কম্পোজিশানে আমার ভয়েস মানুষের কানে পৌঁছুবে, এতে আমরা দুজনেই রোমাঞ্চিত। হাবিব এবং আমি – আমরা দুজনেই দুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং ভালবাসায় পরিপূর্ন। জয়তু মামতো ভাই, গ্রেট হাবিব ওয়াহিদ।’- এভাবেই খবর জানালেন আসিফ আকবর।

হাবিবের বাবা প্রখ্যাত পপতারকা ফেরদৌস ওয়াহিদকে মামা বলে সম্বোধন করেন আসিফ। ফেসবুক স্ট্যাটাসে গতকাল বুধবার আসিফ লিখেন, “বাংলাদেশের প্রথম পপ সুপারষ্টার ধরা হয় শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদকে (মামা)। প্রচলিত আছে একসময় ফেরদৌস মামার জন্য ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরীও ফেরত আসতো। আমাদের কুমিল্লার প্রয়াত নঈম মামুর মাধ্যমে ফেরদৌস মামার সঙ্গে সম্পর্ক। আমরা একসময় ‘ঠিকানা বিহীন পথে’ নামে একটা ডুয়েট অ্যালবাম করেছিলাম ২০০৩ সালে।”

“ফেরদৌস মামার ভাষ্য মতে ওটা ছিলো ২২ বছর পর নতুন অডিও অ্যালবাম। একদিন ফেরদৌস মামা বললেন- উনার ছেলে হাবিবের বিয়ে, সে লন্ডনে থাকে। ততক্ষণে হাবিব খুব জনপ্রিয়। তার বিয়েতে সব সাংবাদিকদের নিয়ে গেলাম, পরিচয় করিয়ে দিলাম, ফেরদৌস মামা খুশি।”

“ইতিমধ্যে মামাতো ভাই হাবিব ইন্ডাস্ট্রিতে তার নিজ যোগ্যতায় অবস্থান পোক্ত করে নিয়েছে। হাবিবের ‘আহবান’ অ্যালবাম রিলিজের সময় অভিনন্দন জানাতে ফোন দিয়েছিলাম। হাবিব বললো- ভাই আমিতো গায়ক না, গায়ক হলেন আপনি, মানুষ পছন্দ করে তাই গাই। এ ধরনের কথা শুধুমাত্র হাবিবের মত গ্রেট মিউজিশিয়ানদের মুখ থেকেই বেরুতে পারে। নানা কারণে হাবিবের সাথে কাজ করা হয়নি। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিলো আমি হাবিব প্রতিদ্বন্দ্বী, আমাদের মধ্যে দূরত্ব আছে । ব্যাপারগুলো পুরোটাই অনুমান নির্ভর। আমাদের কাজের ভূবন ছিলো আলাদা। আমি লন্ডনে গেছি, হাবিব নিজে আমাকে সময় দিয়েছে।”

“তবে এখন সময় হয়েছে কাজ করার। আমি আর হাবিব একসাথে কিছু কাজ করার ইচ্ছা পোষণ করি। আমরা দুজন খুব দ্রুত বসে সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমাদের প্রাথমিক আলোচনাও শেষ। হাবিবের সুরে কম্পোজিশানে আমার ভয়েস মানুষের কানে পৌঁছুবে, এতে আমরা দুজনেই রোমাঞ্চিত। হাবিব এবং আমি। আমরা দুজনেই দুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং ভালবাসায় পরিপূর্ণ। জয়তু মামতো ভাই, গ্রেট হাবিব ওয়াহিদ।”