আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আ.লীগ পরাজিত হলে অস্তিত্ব বিপন্ন হবে: এইচটি ইমাম

জাতীয় 23 May 2017

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই দলের নেতা-কর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।

রোববার বিকালে ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে দলটির প্রচার ও প্রকাশনা বিভাগ এবং তথ্য ও গবেষণা বিভাগের সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এইচটি ইমাম বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন। এই নির্বাচনে অন্যরকম কিছু হলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে।’

দলের নেতাদের নির্বাচনকেন্দ্রিক প্রচারণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের প্রচার হবে নির্বাচনকেন্দ্রিক। প্রত্যেকে কমপক্ষে একশ’ জন করে কর্মী বাহিনী তৈরি করে প্রচারণা চালাবেন। আমরা প্রশিক্ষণ দিব।’

এইচটি ইমাম বলেন, ‘আমাদের ২০২১ সালের যে ভিশন, তা ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। এখন আমাদের ২০৪১ সালের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’