আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে অটিজম বিষয়ক সচেতনামূলক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া 24 May 2017

সরাইল প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উদ্দোগে আজ  বুধবার সকালে উপজেলা মিলনায়তনে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সম্যাসা কবিলিত যুবকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম, প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সরাইল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. আনাস ইবনে মালেক। সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, বক্তব্য রাখেন সমাজসেবক শরিফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় যুব উন্নয়নের ক্রেডিট সুপার ভাইজার কামাল হোসেন । কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ শামিম।