আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া 26 May 2017

নিজস্ব প্রতিবেদক ঃ  ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর ছুরিকাঘাতে আল আমিন (০৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের শাহ্ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নরসিংসার গ্রামে বাড়ির উঠানে ফুটবল খেলার সময় শিশু আল আমিনকে অপর এক শিশু ছুরির মতো একটি ধারাল বস্তু দিয়ে আঘাত করে।

এতে গুরুতর আহত হয় আল আমিন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কথা’কে বলেন, এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা। এ ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ নিয়ে আসেনি