সৌদি আরবে জ্যোর্তিবিদ্যার এক গবেষক ডক্টর খালেদ ধারনা করেছেন, যদি শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় তাহলে চলতি বছরের রমজান আগামী ২৭ মে শনিবার থেকেই শুরু হবে এবং শনিবারই রমজান সমাপ্ত হবে। তিনি বলেন, এই বছরের রমজানের সংখ্যা ২৯ দিনই হবে এবং এতে ৪ টি জুমার দিন পড়বে।
যুআক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, এই বছরের রমজান একই দিনে শুরু হবে এবং শেষ হবে অর্থাৎ শনিবারে শুরু হবে এবং শনিবারেই শেষ হবে। রমজানের সংখ্যা ২৯ দিন হবে এবং ৪ জুমা হবে।
তিনি আরোও বলেন, রমজানের শেষ দশক চলতি বছরের সবচেয়ে দীর্ঘ হবে এবং লম্বা রোযা হবে। তিনি আরোও বলেন, এই বছর এবং আগামী বছরের রমজান গ্রীষ্মকালেই হবে এবং ১৪৪০ হিজরীতে রমযান বসন্তে হবে।