আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ইফতার খাওয়া নিয়ে মারামারি, পুলিশের হাতে পুলিশ নিহত

জাতীয় 30 May 2017

নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে ইফতার খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে দুইজনের সংঘর্ষে আবু হেলাল (৫৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুজনের মধ্য ইফতার নিয়ে কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। ঘটনাস্থলে হেলালের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে।