আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

তিতাসে নদীতে মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া 9 June 2017

নিজস্ব প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার বাকাইল গ্রাম সংলগ্ন তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধা করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা এসআই ইশতিয়াক আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমাদের কথা’কে জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়রা বাকাইল গ্রাম সংলগ্ন তিতাস নদীতে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহটি কয়েকদিন আগের। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।