আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে বখাটে ইভটিজারের ভয়ে আতংকে কলেজ ছাত্রী ও তার পরিবার

ব্রাহ্মণবাড়িয়া 10 June 2017


নাসিরনগর পতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের এক বখাটে ইভটিজারের ভয়ে আতংকগ্রস্ত কলেজ ছাত্রী ও তার পরিবার। ঘটনাটি দীর্ঘদিনের। মান সম্মানের ভয়ে কোথাও মামলা বা অভিযোগ করেনি কলেজছাত্রী ও তার পরিবার। ওই বখাটের নাম মো. খসরু মিয়া (২৮), তার পিতার নাম মৃত ছনু মিয়া। সে একজন নেশাগ্রস্থ। বখাটে খসরু মিয়ার নামে নাসিরনগর থানা ও আদালতে মারামারি, চাঁদাবাজি ও খুনসহ একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। জানা গেছে একই গ্রামের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনার্স পড়ুয়া ছাত্রীকে দীর্ঘদিন যাবৎ বাড়ি ঘরে, রাস্তা-ঘাটে একা পেয়ে প্রায়ই প্রেম নিবেদন করে ও বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছে বখাটে খসরু। ওই ছাত্রী তার প্রেমে সাড়া না দিলে ৫ জুন বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে চৈয়াড়কুড়ি সিএনজি স্টেশনে আসলে ওই বখাটে কলেজ ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক তার সাথে থাকা ব্যানিটি ব্যাগ, মোবাইল ফোন ও ব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরের দিন স্থানীয়দের সহায়তায় এগুলো ফেরৎ দেয়। ৮ জুন কলেজ ছাত্রী বাদী হয়ে ওই বখাটের বিরুদ্ধে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজ ছাত্রীর অভিযোগটি আমলে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই মাঝে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে চলে যায় ওই বখাটে। অভিযোগকারী কলেজ ছাত্রীর সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হলে সে আমাদের কথা’কে জানায় ওই বখাটের ভয়ে কলেজ ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ওই বখাটে যে কোন সময় বড় ধরনের কোন অঘটন ঘটাতে পারে বলে ধারণা করছে ছাত্রী ও তার পরিবার। নাসিরনগর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।