আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ছেলে ছাত্রলীগ করে জেনে বিয়ে দিতে অস্বীকৃতি জানাল মেয়ের বাবা

জাতীয় 21 June 2017

বিয়ে সবকিছু ঠিকঠাক শুধু দিন তারিখ বাকি কিন্তু সেই মুহুর্তে মেয়ের বাবা জানতে পারেন, ছেলে ছাত্রলীগ করে.. এ কথা জানার পর তৎখানিক মেয়ের বাবা ছেলের পক্ষ কে জানিয়ে দিয়েছন, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে পারবে না কারন ছেলে ছাত্রলীগ করে..
এমনি এক ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে।

মেয়ের বাবা সালাম মিয়া জানান,বিয়ের ঠিক করার আগে তিনি জানতেন না ছেলে ছাত্রলীগ করে।এখন তিনি জেনে শুনে কোন সন্ত্রাসীর হাতে মেয়ে তুলে দিতে পারেন না।তিনি বলেন আমার বংশে কেউ আওয়মিলীগের সাথে বিয়ে দেয় না।আমিও দিব না

এদিকে ছেলের বাবা জমিজ উদ্দিন মেয়ের বাবার কাছ থেকে জরিমানা দাবি করেছন।তিনি বলেন বিয়ের আয়োজন করতে আমার দুই লক্ষ টাকা খরচ হয়েচে।এই টাকা ইতে হবে না হলে বিয়ে দিতে হবে।অন্যথায় ব্যবস্থা নেয়া হবে।