আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার অপহ্নত উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া 22 June 2017

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার ও অপহৃত গৌর শংকর দাশকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেনের নেতৃত্বে  গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার অভিযান চালিয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য শহরের কাজীপাড়ার মৃত খায়ের মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০), নাসির উপজেলার রুস্তমপুর গ্রামের উত্তর পাড়ার আব্দুর রহমানের মেয়ে লাভলী আক্তার (২৪) ও বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের দত্তখলা উত্তর রাজাবাড়িয়া গ্রামের কনু মিয়ার মেয়ে জান্নাত বেগম (২৬) কে পৌর এলাকার মেড্ডা মনির মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ
এসময় পুলিশ গৌর শংকর দাশ নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া অপহৃত গৌর শংকর দাস সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নবীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা মোবাইল ফোনের মাধ্যমে প্রতারনাপূর্বক সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করে চাঁদা দাবী করত। ওসি বলেন, গ্রেপ্তাররকৃত আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।