আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

রাতুল হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনের আদালতে আত্মসমর্পন জামিন নাকচ

ব্রাহ্মণবাড়িয়া 22 June 2017

নিজস্ব প্রতিনিধি : তারাবিহ নামাজ চলাকালে শহরের দক্ষিণ পৈরতলা বাস ষ্ট্যান্ডে ডেকে নিয়ে রাতুল হত্যা মামলার প্রধান আসামীসহ পলাতক ৩ আসামী আদালতে আত্মসমর্পন করেন। পরে বিজ্ঞ আদালত জামিন নাকচ করে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন। আসামীরা হলেন, প্রধান আসামী কান্দিপাড়া নিবাসী আসু মিয়ার পুত্র সৌরভ আহাম্মেদ মিম (১৪), তার ভাই পরশ মিয়া (২৩) এবং আশা আক্তার (১৩)।
(বিবাদী) পক্ষের আইনজীবি  এডভোকেট মো: সাইফুল ইসলামের জানান, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে পরে বিজ্ঞ বিচারক মামলার উভয় পক্ষের শুনানী শেষে আসামী সৌরভ, পরশ ও আশা’র জামিন আবেদন নাকচ করে তিন জনকে জেলহাজতে প্রেরণ করার জন্য নির্দেশ দেন।