আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কাতারে প্রতিদিন ১১০০ টন খাদ্য পাঠাচ্ছে ইরান

আন্তর্জাতিক 23 June 2017

ইরান প্রতিদিন অবরুদ্ধ কাতারে এক হাজার ১০০ টন খাদ্য পাঠাচ্ছে। এসব খাদ্যের মধ্যে বেশিরভাগই থাকছে তাজা শাকসবজি ও ফলমূল। ইরানের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি বন্দর থেকে এসব খাদ্য কাতারে নেয়া হচ্ছে।

বুশেহর প্রদেশের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মাদ মেহেদি বোনচারি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের, বোলখেইর ও জেনাভে বন্দরের মাধ্যমে এসব খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে।

তিনি আরো জানান, কাতারের সঙ্গে বুশেহর প্রদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন অবরোধের দিনগুলোতে কাতারে খাদ্য পাঠানো হচ্ছে।

গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত(ইউএই), বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে প্রথমে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং পরে দেশটির ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে।

এ অবস্থায় ইরান দ্রুত কাতারে খাদ্য পাঠানোর ব্যবস্থা করে। দেশটি খাদ্য আমদানির ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল এবং সৌদি ভূখণ্ড ও বন্দর ব্যবহার করে এতদিন আমদানি প্রক্রিয়া চালিয়ে আসছিল। অবরোধ আরোপের পর কাতার সে সুযোগ হারিয়েছে।

সূত্র: পার্স টুডে