আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

ব্রাহ্মণবাড়িয়া 24 June 2017

আশুগঞ্জ প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ প্রেসক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে। আহত শফিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ আমাদের কথা’কে জানান, বিকেলে শফিকসহ অন্য সাংবাদিকরা প্রেসক্লাবে বসে কথা বলছিলেন। এসময় স্থানীয় চরচারতলা গ্রামের মিজানের নেতৃত্বে একদল যুবক শফিকের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে শফিক চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। পরে শফিককে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জের ডে-নাইট হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আমাদের কথা’কে বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।