পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) গুলিতে ভারতের দুই সেনা নিহত হয়েছেন।এছাড়া ভারতীয় সেনাদের গুলিতে একজন অনুপ্রবেশকারী নিহত হয় এবং আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে এ ঘটনা ঘটে।ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্যাট সদস্যরা সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ৬০০ মিটার ঢুকে পড়ে। এরপর তারা ভারতীয় সেনা চৌকির ২০০ মিটারের মধ্যে পৌঁছে গেলে উভয় পক্ষে গুলিবিনিময় শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনারা নিজেদের এলাকায় সশস্ত্র অনুপ্রবেশকারীদের আক্রমণের মুখে পড়লে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গুলি চলার সময় পাকিস্তানি সেনা ঘাঁটি থেকে ভারি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দু’জন ভারতীয় সেনা নিহত হয়।
উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো পুঞ্চ সীমান্তে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ করলো পাকিস্তানের সেনারা।