এক্সক্লুসিভ ডেস্ক: সন্তানের বিপদে বাবা-মা এমনি দিশেহারা হয়। ছুটে যায় দূর-দূরান্তে। বাবা-মা কোথায়ও কমতি রাখে না তাদের সন্তানকে বিপদ থেকে ফিরিয়ে আনতে। সন্তানের বিপদে তেমনি একটি ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে। খবর-সিসিটিভি নিউজ।
ঘরে ছয় মাসের কন্যাশিশু অসুস্থ। বাইরে বন্যার পানি প্রায় গলা সমান। তাই বলে বন্যার পানি দেখে বাবা কি আর ঘরে বসে থাকতে পারেন! কন্যাকে পানি থেকে বাঁচাতে তুলে ধরলেন মাথার ওপর। অনিশ্চিত প্রত্যেকটা পদের ঝুঁকি নিয়ে হাঁটতে থাকলেন বাবা। দুই ঘণ্টা হেঁটে পৌঁছলেন নিকটতম হাসপাতালে।
এই বাবা হলেন পাঙ্গি সাতিয়াবু। ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের কুদামুসারে