
ফেইজবুকে ধর্ম অবমাননার আজু হাতে হিন্দু বাড়ীঘর ভাংচুর ফেইজবুকে মিথ্যাগুজবকে কেন্দ্র করে আবারো হিন্দু বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।ভাদুঘর শাহী মসজিদের উপর মুর্তি স্হাপন সংবলিত ছবি প্রচারকে কেন্দ্র করে একই গ্রামের শিমুল রায়( ৩৩)কে অভিযুক্ত করে। ধর্ম অবমাননার অজুহাতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।আজ শুক্রবার স্হানীয় মুসলিম জনতা জুম্মার শেষে মসজিদ থেকে ফতোয়া জারি করে শিমুল রায়কে নাস্তিক, বিধর্মী হিসেবে আখ্যা দেওয়া হয় এবং তার দলবদ্ব ভাবে মিছিল সহকারে শিমুল রায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা ব্যাপক ভাংচুর করে লুটতরাজ চালায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।এমনকি শিমুল রায়কে গ্রেপ্তার করে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবী জানান হামলা কারীরা। ইসলামী শাসনতন্ত্রের জেলা সভাপতি আলহাজ্ব আমীর আলীসহ অনান্য ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা শিমুল রায় দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহব্বান করেন।ইসলামী দেশে নাস্তিকদের জায়গা নেয় এবং তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেওয়া যাবে না।এ রিপোর্ট লেখা পর্যন্ত শিমুল রায় কে প্রধান আসামী করে কোরান শরীফ ও ধর্ম অবমাননা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সুত্র জানায়।উল্লেখ্য ২০১৬ সালের ৩০ অক্টোবর ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে এরকম সংবাদ কে কেন্দ্র করে রসরাজকে জড়িত করে কয়েকটি গ্রামে হামলা চালানো হয় এবং শত শত বাড়ীঘর ও মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়।যা দেশ বিদেশের মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়।