
আজ আনন্দময়ী কালীবাড়ীতে পঞ্চতত্ব মন্দিরের ভিত্তপ্রস্তর স্হাপন করা হয়েছে শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ীতে আজ সকাল ৯টায় শ্রী শ্রী পঞ্চতত্ববিগ্রহ মন্দির নির্মান কাজের শুভ ভিত্তিপ্রস্তর করেন আনন্দময়ী কালীবাড়ী ট্রাষ্টি বোর্ডের সভাপতি প্রানতোষ চৌধূরীর, চেম্বার আব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি ও ভুবন মঈল কীর্তন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র পাল,সাধারন সম্পাদক আশিষ পাল,জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বিঞ্চু পদ দেব,জেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ রায়,জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,জেলা পুজা পরিষদের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার দাস,আনন্দময়ী কালীবাড়ী ট্রাষ্টি বোর্ডের সাধারন সম্পাদক উত্তম রায়,কোষাধক্য অরুপ সাহা,সদস্য বিভাষ রায়, সাবেক পুলিশ ইনেসপেক্টর সুভাষ সাহা, হিন্দু মহাজোটের সহ-সভাপতি ডাঃ নিতাই চক্রবর্তী,হিন্দু বৌদ্দ খীষ্টান ঐক্য পরিষদের প্রানেষ শর্মা,দিলীপ বর্মন প্রমুখ।