নবদম্পতির রহস্যজনক মৃত্যু

২০ নভেম্বর, ২০১৮ : ১১:১০ পূর্বাহ্ণ ৭১৪

ব্রাহ্মণবাড়িয়া //

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ বাড়ির উঠান থেকে এক নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বুকে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের আলীয়ারা গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের আছন আলীর ছেলে হারুন মিয়া (২৫) ও তার স্ত্রী মোছা. মিনা আক্তার (১৯)। মাত্র আড়াই মাস আগে তাদের বিয়ে হয়।

নাসিরনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়ির সহকারী পুলিশ সুপার মুনিরুজ্জান ফকির জানান, সোমবার রাতে স্থানীয়দের সংবাদে নিজ বাড়ির উঠান থেকে হারুন ও মিনার লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়িটি মূল সড়ক থেকে একটু নির্জনে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, হারুনের সঙ্গে মাত্র আড়াই মাস আগে একই ইউনিয়নের নরহা পূর্ব গ্রামের জামাল মিয়ার মেয়ে মিনা আক্তারের বিয়ে হয়। হারুন স্ত্রীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

তবে প্রতিবেশীরা বলছেন, লাশগুলোর বুকে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য জানা যাবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মুনিরুজ্জান ফকির।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com