আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

সারাদেশ 22 November 2018 ৪৪৬

২০১৯ সালে ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার থেকে পরীক্ষার এই সময়সূচি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংগীত বিষয়ের পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সূচি পরিবর্তন করতে পারবে।

গত কয়েক বছর ধরে ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে আসছে। কিন্তু এবার সেই দিনটি শুক্রবার পড়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারিত আসনে বসতে হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল সঙ্গে নিতে পারবেন না।