ব্রাক্ষণ- পুরোহিত কল্যান সংঘ কমিটির উদ্যোগে গীতা প্রতিযোগিতা ও আলোচনা সভা
৪ জানুয়ারি, ২০১৯ : ৬:১৬ অপরাহ্ণ
৪৬৬
ব্রাক্ষণ- পুরোহিত কল্যান সংঘ অরুয়াইল ইউনিয়ন কমিটির উদ্যোগে গীতা প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী অরুয়াইল মহল্লাল জিউর আখড়ায় অনুষ্ঠিত আলোচানা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা হিন্দু, বৌদ্ব্,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রমথ নাথ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুরোহিত কল্যান সংঘের সভাপতি হরি শংকর চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি প্রবীর চক্রবর্তী,কার্তিক ভট্টাচায্য,নন্দন চক্রবর্তী, বিজন চক্রবর্তী,
জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,শারধাঞ্জলী গীতা শিক্ষা কমিটির জেলা কমিটির পরিচালক কৃষ্ঞ কান্ত দেব নাথ,নরসিন্দী জেলা পুরোহিত কল্যান সংঘের সভসপতি আশিষ চক্রবর্তী,সদরউপজেলা সভাপতি রনজিত চক্রবর্তী, নাছির নগর সভাপতি সুজিত চক্রবর্তী, সরাইল উপজেলা সহ- সভাপতি মুকুল চক্রবর্তী, অরুয়াইল ইউপি সভাপতি বিশ্বনাথ আচায্য ও প্রধান শিক্ষক উত্তম ঘোষ প্রমুখ।এছাড়াও সভা আরো অনান্য অতিথিরা উপস্হিত ছিলেন এবং এলাকার ছাত্র – ছাত্রীসহ শত শত লোকজন উপস্হিত ছিলেন।
[gs-fb-comments]