
লোকসভা ভোটের আগে সাধু সন্ন্যাসীদের জন্য সুখবর শোনালেন যোগী আদিত্যনাথ সরকার। উত্তর প্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক হিন্দু সাধু সন্ন্যাসীরা এবার থেকে পাবেন পেনশন।
জানা গেছে, যোগী সরকারের এর পেনশন প্রকল্পের আওতায় সাধু সন্ন্যাসীদের দেওয়া হবে এই পেনশন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন পেনশন পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে ৩০ শে জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের নানা প্রান্তে শিবির খোলা হবে।
এর সঙ্গে রাজ্যের অথর্ব মানুষকে দেওয়া পেনশনের পরিমাণ বৃদ্ধি করল যোগী সরকার। এতদিন তারা ৪০০ টাকা করে পেনশন পেতেন। এবার থেকে পাবেন ৫০০ টাকা। সাধুরাও এই পেনশন স্কিমের আওতাতেই পেনশন পাবেন।
আদিত্যনাথ যোগীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন রাজ্যে বিরোধীরা। তাদের অভিযোগ এটি আসলে হিন্দুদের তোষন করার রাজনীতি। রাজ্য সরকারের এই পদক্ষেপকে কটাক্ষ করে ওই রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ যাদব বলেন শুধু সাধুদের কেন রামলীলায় যারা অভিনয় করেন তাদেরও পেনশন দিক যোগী সরকার।
তিনি বলেন সাধুদেরকুড়ি হাজার টাকা করে পেনশন দেওয়া উচিত সরকারের