উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ শুরু হলো আজ

২৭ জানুয়ারি, ২০১৯ : ৪:৪৯ অপরাহ্ণ ৪৬৩

২৭/০১/২০১৯খ্রিঃ বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে

পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ টেংকের পাড় লোকনাথ দিঘী ময়দানে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম.পিপিএম। শুভ উদ্বোধন শেষে লোকনাথ দিঘী ময়দান হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম.পিপিএম বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পুলিশ যে সেবা প্রদান করে, সে বিষয়ে আরও সচেতনা তৈরির জন্য আমাদের এই পুলিশ সেবা সপ্তাহ। পুলিশের সেবা প্রদানে যদি কোনো ব্যত্যয় ঘটে এবং পুলিশ যদি কোনো অনৈতিক কাজ করে, আর সেটি যদি আমরা জনগণের মাধ্যমে জানতে পারি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল থানা এলাকায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com