পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মতো বিজেপির সভা ঘিরে তৈরি হওয়া বিতর্ক পিছু ছাড়েনি কাঁথিতেও। অবশেষে সব বাধা কাটিয়ে কাঁথিতে হতে চলেছে অমিত শাহ সভা। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল এখানে এসে পৌঁছেছেন মুকুল রায় সহ একাধিক নেতৃত্ব। গতকালই মুকুল রায় জানান, রাজ্য সরকারের তরফ থেকে সব রকমের অসহযোগিতা করা হচ্ছে এই মিটিং ঘিরে। তবে, সবরকম বাধার পরেও অনুমতি মিলেছে প্রশাসনের। দলের পক্ষ থেকে জানা যাচ্ছে, মঞ্চসহ সব রকমের প্রস্তুতি সারা এই সভার জন্য। অমিত শাহ কিভাবে কোন পথে সভায় আসবেন সেটা কিন্তু দলের পক্ষ থেকে একবারে গোপন রাখা হয়েছে।
সূত্রে জানা গেছে, অমিত শাহ দিঘা লাগোয়া ওড়িশার কোনও জায়গায় হেলিকপ্টারে নেমে সেখান থেকে গাড়িতে আসবেন এই সভাস্থলে। বিজেপির পক্ষ থেকে কাঁথি জেলার সভাপতি তপন রায় অভিযোগ করছেন, এই মিটিংয়ে অসুবিধা করার জন্য সমস্ত রকমের খাবারের দোকান সহ বিভিন্ন দোকান বন্ধ রাখতে বলা হয়েছে কাঁথিতে। বিজেপির কর্মীদের আসার জন্য বাস সহ বিভিন্ন গাড়ির মালিকদের বলে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে যাতে তারা গাড়ি না দেন। তবে সব বাধা উপেক্ষা করে বিজেপি কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছে। অমিত শাহ যথাসময়ে সভায় উপস্থিত হবেন।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor