ট্রেনের ধাক্কায় দু’জন নিহত

১৪ ফেব্রুয়ারি, ২০১৯ : ৭:৫০ পূর্বাহ্ণ ৬২৮

রাজধানীর খিলক্ষেত শেওড়া রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় দু’জন মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে পৃথক এ দু’টি ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৭০ ও ৪৭ বছর হবে বলে জানা গেছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রাজধানীর শেওড়া রেললাইন এলাকায় ভোরে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com