১৭/০২/২০১৯ রোজ রবিবার ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আহসান হাবীব শামীম,সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি মাসুদ আহমেদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক রাশিদুল হক ননী, সহ-সভাপতি আরিফুল হক পাপ্পু, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু,দফতর সম্পাদক ইমান আহমেদ ইমন, সহ-সম্পাদক হাসানাতুজ্জামান বাবু,সহ-দফতর সম্পাদক ইমরান আলী,আন্তর্জাতিক সম্পাদক গোলাম কিবরিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক চন্দ্রনাথ পাল,ঢাকা বিশ্ববিদালয় শাখার সহ-সভাপতি রাকিবুল ইসলাম তুষার, সহ-সভাপতি শফিকা রহমান, রেজাউল করিম লেলিন,নাঈম মল্লিক,সুমন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor