ব্রাহ্মণবাড়ীয়ার সদর চান্দি গ্রামে বজ্রপাতে নিহত ১

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ : ৫:৩০ অপরাহ্ণ ৬১৯

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়ীয়ার সদর চান্দি গ্রামে বজ্রপাতে আপেল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। বিলের মধ্যে ঘাস কাটার সময় মোঃ আপেল মিয়া (৪২)  নিহত হয়। নিহত আপেল মিয়া একই এলাকার মো. ফজলু মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের বিল থেকে গরুর জন্য ঘাস কেটে ফিরছিলেন আপেল মিয়া। এ সময় পথে বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাত হলে আপেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে এলাকাবাসী বিল থেকে তার লাশ উদ্ধার করে। বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ এম আলম ভূঁইয়া একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বজ্রপাতে নাকি স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com