আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পরীক্ষায় নকল করতে না দেয়ায় হিন্দু শিক্ষিকাকে পিটিয়ে আহত

সারাদেশ 18 February 2019 ৭২৮

ঝালকাঠির নলছিটিতে পরীক্ষায় নকল করতে সহযোগীতা না করায় শিক্ষিকা সুনিতি রানী (৪২)কে পিটিয়ে রক্তাক্ত করেছে এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। গত রবিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুনিতি ওই এলাকার ইছাপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকা ও বিপুল বিহারীর স্ত্রী। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসএসসি পরীক্ষায় নলছিটির বিজি ইউনিয়ন হাই স্কুল কেন্দ্রে গনিত ও ইংরেজী পরীক্ষায় সুনিতি দাত্বিয় পালন করেন। ওই স্কুলের শিক্ষার্থী মনিষা আক্তার পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার চেষ্টা করে। এ সময় মনিষা নকল করতে সুনিতিকে সহযোগীতা করতে বলে। এতে সুনিতি বাধা দেয়। এরই জের ধরে ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় সুনিতি বাসা থেকে রওয়ানা হয়ে স্কুলে যাবার পথে হঠাৎ মনিষা ও তার মা মাধুকরসহ ৩/৪ জন তার পথরোধ করে। পরে অতর্কিত হামলা চালিয়ে সুনিতিকে আহত করে। এসময় তারা সুনিতির সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।