আখাউড়ায় ২৩ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা ও জাল টিকিট সহ আটক ১

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ : ৭:৩৮ অপরাহ্ণ ৪৯১

আখাউড়ায় ২৩ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা ও জাল টিকিট সহ আটক এক যুবক । আজ মঙ্গলবার সকালে আখাউড়ায় প্রায় ২৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রা ও জাল টিকিটসহ মো: মাইনুদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আখাউড়া রেলজংশন স্টেশনে আন্ত:নগর ট্রেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ শ্যামল কান্তি দাস জানায়, আজ সকাল পোনে ১০টায় নোয়াখালী-ঢাকাগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেনে টিকিট তল্লাশীর সময় টিটিই মাইনউদ্দিনকে ১৬টি জাল টিকিটসহ আটক করে রেলপুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে তল্লাশী করে ৯টি দেশের ২২ লাখ ৩৭ হাজার ৬৪০ টাকা মূলের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। গ্রেফতারকৃত মাইনুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানারদুর্গাপুর গ্রামের জহির উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com