নবীনগরের কৃতি সন্তান,আমার এলাকা লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুরের সূর্য সন্তান,এক সময়ের তোখর ছাত্রনেতা,সিলেট মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি,স্বাচিব এর ব্রাক্ষণবাড়িয়া জেলার সাধারন সম্পাদক,অত্যন্ত বিনয়ী ও মৃদুভাষী,একজন আপাদমস্তক মুজিবপ্রেমিক,আমার পরম শ্রদ্ধেয় “ডাঃশাহ আলম” অতিসম্প্রতি খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন থেকে বদলী হয়ে নিজ জেলায় অর্থাৎ ব্রাক্ষণবাড়িয়া জেলা সিভিল সার্জন হিসেবে যোগদান করায়,আমরা আনন্দিত ও গর্বিত। কারন আপনিই প্রথম ব্যক্তি যিনি নবীনগরের সন্তান কোন সিভিল সার্জন হয়ে ব্রাক্ষণবাড়িয়ার দায়িত্ব পালন করতে চলছেন।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor