
রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালিত হবে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার (মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে) ডা. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজারে নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্ট শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি (সোমবার) এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। ওই দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।