আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক

সারাদেশ 24 February 2019 ৪৭৫

রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালিত হবে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার (মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে) ডা. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজারে নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্ট শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি (সোমবার) এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। ওই দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।