
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান, বিপিএম (বার), পিপিএম মহোদয়। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন । পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এসময় তিনি অত্র জেলায় নতুন যোগদানকৃত পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান। পরিশেষে পুলিশ সুপার মহোদয় সদ্য ঘটে যাওয়া চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।