আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল সার্ভিসের উপর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া 25 February 2019 ৭৪০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল সার্ভিসের উপর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে শহরের কান্দিপাড়াস্থ যুব উন্নয়ন কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহের হোসেন প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সিএসএইচএমএম জামান, মোহাম্মদ আবুল ফজল, প্রশিক্ষক আজহারুল ইসলাম, জুম্মান আহমেদ। এ সময় ২০জনকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপ-পরিচালক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা যাতে নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে পারে সেজন্যই এ আয়োজন। এ সময় দুজন সরকারি কর্মচারী ও দুজন বেসরকারি কর্মচারী প্রশিক্ষণ পরিচালনা করেন। এ প্রশিক্ষণ ১ মাসব্যাপী চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।