মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কলেজ মোড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে সড়ক ও জনপদের রাস্তার দু,পাশে অবৈধভাবে দখল করে ব্যাঙের ছাতার মত গড়ে উঠা বিভিন্ন প্রকারের অবৈধ দোকান। এ সমস্ত অবৈধ দোকানপাট থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তার দুইপাশে রাখা এলোমেলো সিএনজির কারণে কলেজের ছাত্র/ছাত্রী ও এলাকার জনসাধারনের যাতায়াতের প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির সকল অবৈধ দখলদারদের ডেকে এনে তাদের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কলেজ মোড়ের প্রায় শতাধিক অবৈধ স্থাপনার মালিকরা নিজেরাই নিজেদের দোকান ভেঙ্গে নিয়ে গেছে। এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিবের সাথে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor