আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নগরের পতেঙ্গায় অভিযানে ৪১ জুয়ারী আটক

সারাদেশ 8 March 2019 ৬৫৮

নগরের পতেঙ্গায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি দল।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জুয়া আইন-১৮৬৭ লঙ্ঘনের দায়ে জুয়ার আসর থেকে ৪১ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৯ জনকে জরিমানা এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। আটক অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া আইন-১৮৬৭ লঙ্ঘনের দায়ে ১৯ জনকে জরিমানা এবং ৩ জনকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমানসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।