বাঞ্ছারামপুর মাদক নির্মূলে সেচ্ছাসেবক লীগের র‍্যালী

১০ মার্চ, ২০১৯ : ৫:৪৭ পূর্বাহ্ণ ৩৯৮

 

বাঞ্ছারামপুর-প্রতিনিধি।

তাজ সাহেবের নির্দেশ মাদক মুক্ত হবে দেশ।
এই শ্লোগানকে সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া নেতৃত্বে মাদক নির্মূলে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তাজ সাহেবের নির্দেশ বাঞ্ছারামপুর থেকে মাদক করবে শেষ। আমাদের নেতা তাজ ভাই বাঞ্ছারামপুর মাদকের জায়গা নাই। মাদক পাব যেখানে লড়াই হবে সেখানে। লড়াই হবে যেখানে বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সেখানে। হাসান ভাইয়ের বিশ্বাস বাঞ্ছারামপুর থেকে মাদক হবে বিনাশ। মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম, নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ, নষ্ট হয়ে যাচ্ছে হাজারো মায়ের সন্তান। একটি আদরের বোনের ভাই। হাজারো সন্তানের বাবা, হাজারো পরিবার। আসুন আমরা সবাই এখনি গর্জে উঠি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিতে। মাদক মুক্ত বাঞ্ছারামপুর গড়ার লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দুকে দিক নির্দেশনা দিচ্ছেন।মাহমুদুল হাসান ভূইয়া।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com