কুমিল্লা ঃ
কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্রোহী প্রার্থীর ৭ জন কর্মী আহত হয়েছেন। রবিবার উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
পুুলিশ ও প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, বুড়িচং উপজেলা আ’লীগের প্রার্থী এডভোকেট আবুল হাশেম খান রবিবার বুড়িচং বাজার সংলগ্ন স্থানে একটি পথসভা শেষে তার নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে উপজেলা সদরে যাচ্ছিলেন।
বুড়িচং বাজারে মোসলেম খান শপিং সেন্টার অতিক্রমকালে মিছিল থেকে কিছু কর্মী বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আখলাদ হায়দারের সমর্থক জিলানীকে টেনে হেঁচড়ে মিছিলে নিয়ে মারধর করতে থাকে। এ সময় ওই খান মার্কেটের সামনে অপেক্ষমান বিদ্রোহী প্রার্থীর ছয়জন কর্মী জিলানীকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করে মিছিলকারীরা। পাশাপাশি হামলাকীরা খান মার্কেটের একটি দোকানে ভাংচুর চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ খবর বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা জেনে বুড়িচং বাজারে অবস্থান নেয়। এই নিয়ে দু’পক্ষের সমর্থকদের মাঝে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। থানা পুলিশ দু’পক্ষের মাঝে অবস্থান নেয়। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ঘটনার পরপরই কুমিল্লা থেকে এক প্লাটুন পুলিশ ও ডিবি’র দুটি টিম ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করে।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড.আবুল হাসেম খানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিদ্রোহী প্রার্থী আখলাদ হায়দার বলেন, হাসেম খানের লোকজন মিছিল থেকে আমার লোকজনের উপর হামলা করেছে। জিলানী ও অলিসহ আমার কয়েকজন কর্মীকে আহত করেছে।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor