আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগর উপজেলা নির্বাচনে অতিথি পাখিদের কাছ থেকে সর্তক থাকার আহবান -মৃনাল চৌধুরী লিটন।

ব্রাহ্মণবাড়িয়া 12 March 2019 ৯৭৪

বিজয়নগর ঃ

বিজয়নগর উপজেলার হরযপুর ইউ পি হরযপুর বলাই সাধুর আখরায় ধর্মীয় সভার সমাপনী দিনে উপস্হিত ছিলেন প্রেসক্লাব বিজয়নগর সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিযদের ভাইস চেয়ারম্যানপ্রার্থী মৃনাল চৌধুরী লিটন। এসময় উপস্হিত ছিলেন নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদুভুষন দেবনাথ হরযপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুকুমার পাল বিজয়দাসপ্রমুখ সভায় বক্তারা বিজয়নগর উপজেলা নির্বাচনে রাজনীতির অতিথি পাখিদের সম্পর্কে সর্তক থাকার আহবান জানান এছাড়া যে সমস্ত ব্যাক্তি বহু ঘাটের পানি খেয়ে সুযোগ নেওয়ার জন্য দলে ভিড়েছ তাদের সম্পর্কে সচেতন থাকার আহবান জানান।