বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডের দু’টি মসজিদে গুলি চালিয়ে অনেক লোক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোক-বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসস

শুক্রবার (স্থানীয় সময় বেলা ১.৩০ নাগাদ) জুম্মার নামাজ আদায়কালে একাধিক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন। হামলার সময় সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে মুসল্লিদের অনেক ভিড় ছিল।
এছাড়া ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে আরেকটি মসজিদেও হামলা চালানো হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর কথা জানা গেছে। তার মধ্যে দু’জন বাংলাদেশি আছেন বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।