
আশুগঞ্জে।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের উজানভাটি এলাকা থেকে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করে পুলিশ। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার(১৮ মার্চ) দুপুরের দিকে মাদকসহ ঢাকা মেট্রো-অ-১১-০০৮৯ পিকআপটি জব্দ করা হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে মাদকবিরোধী অভিযানে মাদকসহ পিকআপটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।