ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাক্ষণবাড়িয়া সদর মডেল থানা সংলগ্ন মসজিদ রোড থেকে গত সোমবার বেলা অনুমান ১১ টায় দুই যুবককে আটক করে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করেন সদর থানা পুলিশ। পুলিশ পরিদর্শক তদন্ত জিয়াউল হক জিয়ার সাথে সাংবাদিকরা টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন দুই জনকে আটক করা হয়েছে তবে সুনিদৃষ্ট কোন অভিযোগ না পাওয়ায় তাদেরকে ৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়েছে।যদি কোন অভিযোগ না থাকে তা হলে কেন তাদেরকে আটক করা হয়েছে এবং দুই দিন থানায় রাখা হয় এর জবাবে তিনি কোন কথা বলতে রাজি হননি। পাসপোর্ট দালাল বলরাম প্রকাশে ফেলু পাল ও মানিক পাল নামে দুই জনকে আটকসহ পাসপোর্টের বিভিন্ন ফরম, সত্যায়িত সীলসহ আরো অনান্য কাগজ পত্র উদ্দার করা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি জানান দালালীর কোন অভিযোগ নেই তাদের বিরুদ্বে। কি কারনে তাদেরকে আটক করা হল বললে তিনি বলেন লোক মুখে নানা অভিযোগ থাকায় তাদেরকে আটক করা হয়েছে এর বেশি কিছু বলা যাবে না। এব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী এস, আই ফয়সল ও এস,আই মিজান দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করলে ও তথ্য দিতে রাজী হয়নি।তারা বলেন দালালীর কোনো তালিকাভুক্ত না হওয়ায় তাদের বিরুদ্বে কোন ব্যাবস্হা নেয়া যাচ্ছে না।এ দুই দালালকে আটকের পর বিষটি খতিয়ে দেখার জন্য পুলিশের উধর্তন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সোসালমিডিয়া ফেইসবুকের মাধ্যমে। তবে এর কোন প্রতিকার আসেনি।এই দুই দালালের মধ্যে এমন কি রহস্য ছিল যে তাদের বিরুদ্বে আইনী কোন ব্যবস্হা নেয়া যাবে না।সারা শহরে একটাই আলোচনা ছিল টক অব দ্যা টাউন,একটি প্রভাবশালী মহল তাদেরকে ছাড়িয়ে নিতে মারিয়া হয়ে উঠে।শেষ পর্যন্ত এই প্রভাবশালী মহলই সফল হয়েছে বলে সচেতন মহল মনে করেন। পুলিশের কাছ থেকে যদি অপরাধীরা এই ভাবে ছারা পেয়ে যায় তা হলে কি ভাবে এ সমাজ অপরাধ মুক্ত হবে।এ প্রশ্ন এখন সাধারন মানুষে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor