আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আজ দিন রাত সমান থাকবে

সারাদেশ 21 March 2019 ৪৬৮

ডেস্ক রিপোর্ট।।

আজ দিন রাত সমান থাকবে। এছাড়া দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে দেখা মিলেছে সুপার মুন-এর। পৃথিবীর আরো ২৫ হাজার কিলোমিটার কাছে চলে এসেছিল চাঁদটি। এটিই চলতি বছরের সর্বশেষ সুপারমুন।

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এর প্রতিবেদনে বলা হয়, ‘অনুভূ’ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একটি সরল রেখায় অবস্থান করে, সেই জন্য তখন পূর্ণচন্দ্র হয়। দৃশ্যমান চাঁদের চাইতে বড় ও উজ্জ্বল দেখায়। গবেষকরা চাঁদের এই অবস্থাকে বলেন অনুভূ পূর্ণচন্দ্র বা পেরিজি ফুলমুন। নাসার মতে পৃথিবীর সাথে চাঁদের দূরত্ব অনুসারে ‘সুপারমুন’ কতটকু বড় দেখাবে সেটা নির্ভর করে।

২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর নিরক্ষ রেখায় সূর্যের আলো ৯০ ডিগ্রি কোণে ও সুমেরু ও কুমেরু বৃত্তে ৬৬.৫ ডিগ্রি কোণে আপতিত হয়। ২১ মার্চের পর ২১ জুন পৃথিবীর উত্তর মেরু সবচেয়ে বেশি সূর্যের দিকে ঝুঁকে থাকে। তখন উত্তর মেরুতে ২১ জুন দিন সবচেয়ে বড় হয়ে থাকে। একই সময়ে দক্ষিণ মেরু সূর্য থেকে সব থেকে দুরে সরে যায়। ফলে এ দিন দক্ষিণ মেরুতে সবচেয়ে ছোট দিন।