নির্বাচনী দায়িত্ব থেকে শৈলকুপা থানার ওসিকে অব্যাহতি

২১ মার্চ, ২০১৯ : ৩:৩৯ অপরাহ্ণ ৪৩৯

 

শৈলকুপা প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমানকে ৫ দিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদাণ করা হয়। নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত ওসি তার দায়িত্বে থাকবে না। এ আদেশ পাওয়ায় ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন পুলিশ সুপার। তার স্থলে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিনকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com